ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হামাসকে নিরস্ত্র করতে বাধ্য করা হবে: ডোনাল্ড ট্রাম্প

হামাসকে নিরস্ত্র করতে বাধ্য করা হবে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা ইস্যুতে হামাসকে স্বচক্ষে অস্ত্র নামাতে অনুরোধ করা হবে — নাহলে তাদের নিরস্ত্র করতে আমরাই বাধ্য হবো, এবং প্রয়োজনে সহিংস উপায়ও অবলম্বন করা হতে পারে। তিনি এই মন্তব্য সাংবাদিকদের সঙ্গে আলাপে করেন।

ট্রাম্প বলেন, “যদি তারা অস্ত্র নামায় না, তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব; তা দ্রুত এবং প্রয়োজনে হয়তো সহিংসভাবে করা হবে।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মধ্যস্ততাকারীদের মাধ্যমে হামাসকে এ শর্ত পৌঁছে দিয়েছেন এবং হামাস সেগুলো মেনে নেওয়ার ভাষাও প্রদান করেছে—তবে এ বিষয়ে স্পষ্ট সময়রেখা বা বিস্তারিত প্রতিশ্রুতি তিনি জানাননি।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ও হোয়াইট হাউসের দূতদের সঙ্গে হামাস নেতাদের মধ্যে যোগাযোগ ও বৈঠক হয়েছে—এটি বলে এসেছেন সেই মধ্যস্ততাকারীদের সূত্রের তথ্য। একই সূত্রে বলা হয়েছে, ট্রাম্পের সমন্বিত শান্তি প্রস্তাবে হামাসকে নিরস্ত্র করার শর্ত রাখা আছে এবং সেটি বাস্তবায়ন না হলে বলবৎ করার সফটওয়ার/পর্যায় শুরু হবে।

একই সময়ে গাজায় অন্তর্ভুক্তস্থ ঘটনাগুলো ব্যাপক উদ্বেগ বাড়িয়েছে—হামাস সংযুক্ত চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে অন্তত আট জনকে চোখ বন্দি ও বাঁধা অবস্থায় কুঁকড়ে বসিয়ে গুলি করে নিহত করার চিত্র দেখা গেছে, যা স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচনার জন্ম দিয়েছে।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এই কার্যকলাপকে ‘অপরাধী চক্র ও গোত্রীয় গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান’ হিসেবে উপস্থাপন করেছে।

ট্রাম্পের এই কঠোর শব্দচয়ন ও নির্দেশাবলীর প্রেক্ষাপটে গাজার পরিস্থিতি এবং অস্ত্র স্থিতিশীলকরণ কিংবা পুনর্গঠনের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে; শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ বাস্তবায়নে বহুমুখী তত্ত্বাবধান ও প্রয়োগগত প্রশ্নই এখন প্রধান সংলাপের বিষয়।

ডোনাল্ড ট্রাম্প,নিরস্ত্র করতে বাধ্য,হামাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত