
রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ০৫ মিনিটে (ইস্টার্ন টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ২০৩ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২০ সালের নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন।
এর আগে সোমবার স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৬০ শতাংশ বেশি বৃদ্ধি পায়।
অন্যদিকে, সোনার সঙ্গে রুপার দামেও ব্যাপক পতন হয়েছে। মঙ্গলবার ৫ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স স্পট সিলভার ৪৯ দশমিক ৬৮ ডলারে বিক্রি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় মার্কিন ডলার দুর্বল হওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয়, বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা এই পতনের প্রধান কারণ।
আবা/এসআর/২৫