ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কমার পর বিশ্ববাজারে ফের বাড়লো সোনার দাম

কমার পর বিশ্ববাজারে ফের বাড়লো সোনার দাম

টানা দুইদিন রেকর্ড পতনের পর ভূরাজনৈতিক ঝুঁকি বৃদ্ধির কারণে বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মূল্যবান এই ধাতুটির দাম আগের দিনের তুলনায় প্রায় ১ শতাংশের বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটে (ইস্টার্ন টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪৯ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ১৬৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।

এর আগে, গত সোমবার স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য প্রায় ৫৭ শতাংশ বৃদ্ধি পায়। তবে একদিন পরই মঙ্গলবার স্বর্ণের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলারে নেমে আসে। বুধবারও অব্যহত থাকে পতন।

গত বছরের তুলনায় এ বছর সোনার দাম বেড়েছে ৫৭ শতাংশ। ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোসহ বিভিন্ন কারণে এমন অস্বাভাবিক দাম বাড়ার ঘটনা ঘটেছে।

আবা/এসআর/২৫

বিশ্ববাজার,সোনার দাম,বাড়লো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত