লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ | অনলাইন সংস্করণ

নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে তাদের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত চারজন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ হামলা চালায় ইহুদী এই রাষ্ট্রটি।
হামলায় লেবাননের পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় দুজন নিহত হন। পরে দক্ষিণ লেবাননের আরাবসালিম এলাকায় আরেকটি হামলায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন বৃদ্ধা নারীও রয়েছেন।
এনএনএ জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার সীমান্তসংলগ্ন বেকা অঞ্চলের পূর্ব পার্বত্য এলাকায় একাধিক তীব্র হামলা চালায়।
এছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হারমেল পর্বতমালায়ও দুইটি ইসরায়েলি হামলার খবর দিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল একটি সামরিক প্রশিক্ষণ শিবির এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র।
সেনাবাহিনী আরও জানায়, আমরা ওই অঞ্চলে হিজবুল্লাহর কয়েকটি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছি।
তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা উল্লেখ থাকলেও ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে এবং সীমান্তের পাঁচটি চৌকিতে সেনা মোতায়েন রেখেছে।
