ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ২০

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ২০

ভারতে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে অন্ধ্রপ্রদেশের কর্ণুল জেলায় এ ঘটনা ঘটে।

এ সময় ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ যাচ্ছিল বাসটি। দুর্ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল এসে বাসটিকে ধাক্কা দেয়। পরে দুই চাকার যানটি নিচে আটকা পড়লে মুহূর্তেই আগুন ধরে যায় পুরো বাসে।কয়েকজন জানালা দিয়ে বের হতে পারলেও ভেতরে আটকা পড়েন অনেক যাত্রী।

এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মোটরসাইকেল,সংঘর্ষ,বাসে আগুন,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত