
গাজায় মানবিক সহায়তা বিতরণে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ কোনো ভূমিকা রাখতে পারবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থায় হামাসের কোনো সম্পৃক্ততাও থাকবে না বলেও স্পষ্ট করেছে দেশটি।
শুক্রবার (২৪ অক্টোবর) ইসরায়েল সফরকালে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউএনআরডব্লিউএ কার্যত হামাসের একটি সহযোগী সংস্থা হয়ে উঠেছে।
জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক রুবিওর মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা এরইমধ্যেই শুনেছেন, ইউএনআরডব্লিউএর সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই। ইউএনআরডব্লিউএ গাজায় আমাদের মানবিক কার্যক্রমের মেরুদণ্ড।
রুবিওর বক্তব্যের পর ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় আমাদের উপস্থিতি অপরিহার্য।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে আরও জানায়, আইসিজে স্বীকৃতি দিয়েছে যে গাজাবাসীর সহায়তায় ইউএনআরডব্লিউএর বিকল্প কোনো সংস্থা নেই।
জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ইউএনআরডব্লিউএর সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই। গাজায় আমাদের মানবিক কার্যক্রমের মেরুদণ্ডই হলো ইউএনআরডব্লিউএ।
এদিকে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে। তাদের মতে, এই পদক্ষেপ যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যের পথে একটি বাস্তবসম্মত অগ্রগতি।
আবা/এসআর/২৫