সৌদি আরবকে নিয়ে ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ হামাস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৩৯ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবকে নিয়ে ইসরায়েলি মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়েছেন হামাসের একজন শীর্ষ কর্মকর্তা।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশক বলেন, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের মন্তব্য “উদ্ধত ও নিন্দনীয়” এবং এটি “আরব ও মুসলমানদের প্রতি দীর্ঘদিনের বর্ণবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”
রিশক শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, “স্মোটরিচের এই উদ্ধত ও নিন্দনীয় বক্তব্য কোনো মুখ ফসকানো কথা নয়। এই বর্ণবাদী মনোভাবই জায়নবাদী আন্দোলনের শুরু থেকেই আরব ও মুসলমানদের প্রতি আচরণের ভিত্তি।”
এর আগে স্মোটরিচ এক সম্মেলনে বলেন, “যদি সৌদি আরব আমাদের বলে ‘ফিলিস্তিনি রাষ্ট্রের বিনিময়ে সম্পর্ক স্বাভাবিকীকরণ’, তাহলে — বন্ধুরা, ধন্যবাদ, প্রয়োজন নেই।”
তিনি আরও যোগ করেন, “সৌদি আরব মরুভূমিতে উট চড়ানোই চালিয়ে যাক, আর আমরা আমাদের অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন এগিয়ে নেব।”
পরবর্তীতে তিনি নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
সূত্র: আল জাজিরা
