সমাধান ছাড়াই শেষ হলো পাক-আফগান শান্তি আলোচনা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

চূড়ান্ত কোনো সমাধান ছাড়াই শেষ হলো পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘাত নিরসনে তিনদিনের শান্তি আলোচনা। এতে করে অনিশ্চয়তার মুখে পড়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়া।

সীমান্তে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে চলতি মাসের শুরুর দিকে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ও আফগান তালেবান। যা ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সবচেয়ে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে। এতে উভয় পক্ষের কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

সহিংসতার পুনরাবৃত্তি রোধে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তির পর গত ১৯ অক্টোবর কাতারে প্রথম দফায় আলোচনা হয়। এরপর শনিবার (২৫ অক্টোবর) ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে পাকিস্তান-আফগানিস্তান।

রয়টার্সের প্রতিবেদন মতে, ইস্তাম্বুল আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক ফলপ্রসূ হয়নি, বরং ব্যর্থতার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছে।

রয়টার্সের কাছে পাকিস্তান সূত্র জানিয়েছে, আফগান ভূখণ্ডে অবস্থান করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে পাকিস্তানি তালেবান (টিটিপি), তাই আফগান সরকারকে টিটিপির নিয়ন্ত্রণে নিতে হবে।

তবে আফগান সূত্র দাবি করেছে, টিটিপির ওপর তাদের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নেই। এই মতবিরোধ ঘিরেই আলোচনায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই আলোচনা ভেঙে যায়। রয়টার্স জানিয়েছে, প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় সূত্রগুলো নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে।

রয়টার্স ‘আলোচনা শেষ হয়ে গেছে’ বললেও মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে, তুর্কি মধ্যস্থতাকারীরা অচলাবস্থা ভাঙতে এবং আলোচনা পুনরায় শুরু করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তান টেলিভিশন জানিয়েছে, সমস্যা সমাধানের জন্য ‘শেষ চেষ্টা’ করা হচ্ছে। 

 

আবা/এসআর/২৫