প্রিন্স খেতাব হারিয়ে রাজপ্রাসাদ ছাড়লেন চার্লসের ভাই অ্যান্ড্রু
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১২:২৭ | অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু তার প্রিন্স খেতাব হারিয়েছেন। শুধু খেতাবই নয়, ছাড়তে হয়েছে রাজপ্রাসাদও। দণ্ডপ্রাপ্ত যৌন হেনস্তাকারী জেফরে ইপস্টেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দীর্ঘদিন ধরেই চাপের মধ্যে ছিলেন অ্যান্ড্রু। শেষ পর্যন্ত সেই বিতর্কের পরিণতি হিসেবে খেতাব হারাতে হলো তাকে।
অক্টোবরে শুরুতে ডিউক অব ইয়র্কসহ নিজের সব রাজকীয় পদবি ছেড়ে দেন তিনি।
এর আগেই মৃত্যুর পর প্রকাশিত ভার্জিনিয়া জিওফরের স্মৃতিকথায় উঠে আসে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতন ও শারীরিক সম্পর্কের অভিযোগ, যা অ্যান্ড্রু অস্বীকার করে আসছিলেন।
২০২৫ সালের শুরুর দিকে ভার্জিনিয়া আত্মহত্যা করেন। মৃত্যুর পর প্রকাশিত স্মৃতিকথায় তিনি দাবি করেন, কিশোরী বয়সে অ্যান্ড্রুর সঙ্গে তিনবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়েছিল তাকে। প্রিন্স খেতাব হারানোর পর তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, ভার্জিনিয়ার সত্য ও সাহসই এক ব্রিটিশ প্রিন্সের পতন ঘটিয়েছে।
রাজ খেতাব হারানোর আগে অ্যান্ড্রু থাকতেন বাকিংহ্যাম প্যালেসের বাইরে উইনসর ম্যানসন নামে পরিচিত রাজপ্রাসাদে। এখন প্রাসাদটিও ছাড়তে হয়েছে তাকে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাকিংহ্যাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, খেতাব হারানোর পর থেকে তিনি অ্যান্ড্রু মাউন্টব্যাটন উইনসর নামে পরিচিত থাকবেন। তবে তার দুই মেয়ে ইগুইন ও বিট্রাইস প্রিন্সেস খেতাব ধরে রাখবেন। রাজপরিবারে উত্তরাধিকার তালিকায়ও অ্যান্ড্রু অষ্টম স্থানে থাকবেন।
ধারণা করা হচ্ছে, প্রিন্স খেতাব হারানোর পর অ্যান্ড্রু ব্যক্তিমালিকানাধীন বাড়িতে থাকবেন এবং তার যাবতীয় খরচ বহন করবেন রাজা তৃতীয় চার্লস। সূত্র: বিবিসি
