বাংলাদেশে আসলে জাকির নায়েককে তুলে দিতে বলল ভারত
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৬:১৩ | অনলাইন সংস্করণ

বিশ্বখ্যাত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন। দুই দিনের এই সফরে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ভারত সরকার বাংলাদেশকে তাকে গ্রেপ্তার করে হস্তান্তরের আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক ভারতে পলাতক আসামি এবং খুঁজছে ভারত। তিনি যেখানে যান, সেই দেশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় আনতে হবে।
জাকির নায়েকের বাংলাদেশে আসার উদ্যোগ নিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় তার প্রথম অনুষ্ঠানটি হওয়ার কথা। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে।
২০১৬ সালে ভারতের বিজেপি সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়েন জাকির নায়েক। এরপর থেকে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। ওই বছরই তার প্রতিষ্ঠান পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। ভারতের অভিযোগ, তিনি ঘৃণা ছড়ানো ও অর্থপাচারের সঙ্গে জড়িত।
২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান হামলার পর তার ওপর নিষেধাজ্ঞা দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। গত বছর সেই সরকার ক্ষমতা হারালে তার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এখন তার ঢাকায় সফরের পরিকল্পনা সামনে আসতেই তাকে গ্রেপ্তারের আহ্বান জানাল ভারত। সূত্র: এএনআই
