বিজয় ভাষণে ট্রাম্পকে কড়া বার্তা দিলেন মামদানি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৩:১৯ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের মেয়র নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাত করেছি। নিউইয়র্ক শহরের নতুন জন্ম হয়েছে।’
মঙ্গলবার রাতে ব্রুকলিনে অনুষ্ঠিত বিজয় ভাষণে তিনি বলেন, ‘যদি কেউ দেখাতে পারে কিভাবে স্বৈরশাসককে পরাজিত করা যায়, তবে তা এই শহরই (নিউইয়র্ক) দেখিয়েছে।’ এরপর ট্রাম্পকে উদ্দেশ্যে করে ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বলেন, আমি জানি আপনে আমার ভাষণ দেখছেন, তাই আপনার জন্য আমার চারটি শব্দ আছে ‘টেলিভিশনের ভলিয়ম বাড়ান’।
মামদানি বলেন, ‘বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাত করেছি। নিউইয়র্ক শহরের নতুন জন্ম হয়েছে।’
নিউইয়র্কের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সামর্থের মধ্যে থাকা একটি শহরের পক্ষে রায় দিয়েছে—বলেও উল্লেখ করেন নবনির্বাচিত মেয়র।
উল্লেখ্য, নির্বাচনের আগ মুহূর্তে জোহরান মামদানির বিজয় ঠেকাতে ভোটারদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউইয়র্কে আসতে দিতে চাইবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে, নিজে রিপাবলিকান দলের হলেও ডেমোক্র্যাট পার্টির সদস্য যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন, সেই অ্যান্ড্রু কুওমোকে সমর্থনের ঘোষণা দেন ট্রাম্প। তবে এতকিছুর পরও মামদানির বিজয় ঠেকাতে পারেননি ট্রাম্প।
