ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাত, নিহত ২

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৬ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং-ওং। এতে দুজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল, জারি করা হয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা।

রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। যদিও এর আগে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে ৯ লাখের বেশি মানুষকে।

ফিলিপাইনের আবহাওয়া সংস্থা পাগাসার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে ফাং-ওং স্থলভাগে আঘাত হানে লুজন দ্বীপের অরোরা প্রদেশে। ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল। কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ফাং-ওয়ংয়ের কেন্দ্রের কাছাকাছি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) বেগে বাতাস বয়ে যাচ্ছে। কখনো কখনো গতি পৌঁছাচ্ছে ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত।

ফিলিপাইনের সরকারি আবহাওয়া সংস্থা বলেছে, ফাং-ওয়ংয়ের অগ্রভাগ দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ লুজনের অরোরা প্রদেশে স্থানীয় সময় রবিবার রাত ১১টার পর আঘাত হানে। এখন সেটি লুজনের আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ফাং-ওং স্থানীয়ভাবে 'উয়ান' নামে পরিচিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালির দিকে এগোবে। এরপর বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে আরেকটি শক্তিশালী টাইফুন ‘কালমেগিতে’ ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মৃত্যু হয় অন্তত ২০৪ জনের, নিখোঁজ হন ১০৯ জন।

সূত্র- রয়টার্স ও দ্য গার্ডিয়ান

 

আবা/এসআর/২৫