অনলাইন সংস্করণ
১১:৫২, ১৮ নভেম্বর, ২০২৫
ইউক্রেনকে ১০০টিরও বেশি রাফায়েল যুদ্ধবিমান দেবে ফ্রান্স। এর সঙ্গে কিয়েভের জন্য এয়ার ডিফেন্স সিস্টেম, প্রয়োজনীয় গোলাবারুদ এবং ড্রোনও সরবরাহ করবে প্যারিস। আগামী ১০ বছরের মধ্যে ধাপে ধাপে এসব যুদ্ধবিমান ও সামরিক সহায়তা দেওয়া হবে। সোমবার ফ্রান্সের ভিল্লাকুব্লে শহরের সামরিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরের পর ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেন বিশ্বের অন্যতম শক্তিশালী এবং বড় একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে। বর্তমানে ইউক্রেনের ঝাপোরিজ্জিয়া প্রদেশে রুশ বাহিনী ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক সেরহি কুজহান বিবিসিকে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতি মাসে গড়ে ৬০০ বা তারও বেশি গ্লাইড বোমা ইউক্রেনে নিক্ষেপ করছে। তিনি জানান, ইউক্রেনের এখন যুদ্ধবিমান ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত প্রয়োজন ছিল। ফ্রান্স যে এয়ার ডিফেন্স সিস্টেম দেবে তার রেঞ্জ ২০০ কিলোমিটার, যা রকেট, বোমা বা ক্ষেপণাস্ত্র ওই সীমার মধ্যে এলেই প্রতিহত করতে সক্ষম হবে। রাশিয়ার ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ বর্তমানে ২৩০ কিলোমিটার।
ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি শুধু সামরিক সরঞ্জাম ক্রয়ের নয়, বরং একটি রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। এর অপর অংশ হলো রাশিয়ার ফ্রিজ করা অর্থ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে পরিকল্পিতভাবে ব্যবহার করা।
চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, ফ্রান্স ইউক্রেনকে ১০০ রাফায়েল দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এটি অত্যন্ত বড় সিদ্ধান্ত। রাফায়েল যুদ্ধবিমান, ড্রোন, গোলাবারুদ এবং এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী ও সংগঠিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে বিবেচিত। পঞ্চম প্রজন্মের এই বিমান ঘণ্টায় সর্বোচ্চ ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম।
এটি একইসঙ্গে একাধিক পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এবং শক্তিশালী ভারী মেশিনগান সজ্জিত থাকে। সূত্র: রয়টার্স