ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মালিতে দুই গ্রামে সেনাবাহিনীর হামলায় নিহত ৩১

মালিতে দুই গ্রামে সেনাবাহিনীর হামলায় নিহত ৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ৩১ গ্রামবাসী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, মালির সেনাবাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়ারা সেগু অঞ্চলের দুটি গ্রামে অভিযান চালিয়ে গ্রামবাসীদের হত্যা করে। আল-কায়েদা-সমর্থিত প্রধান বিদ্রোহী গোষ্ঠী জেএনআইএম সবচেয়ে বেশি সক্রিয় এই অঞ্চলেই।

মঙ্গলবার প্রকাশিত এইচআরডব্লিউ’র প্রতিবেদন অনুযায়ী, প্রথম হামলাটি হয় ২ অক্টোবর কামোনা গ্রামে। সেখানে অন্তত ২১ জন পুরুষকে হত্যা করা হয় এবং কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। দ্বিতীয় হামলা ঘটে প্রায় ৫৫ কিলোমিটার দূরের বালে গ্রামে, যেখানে ১০ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন।

সাক্ষীরা জানিয়েছেন, সেনা ও মিলিশিয়া সদস্যরা গ্রামবাসীদের জেএনআইএম-এর সহযোগী সন্দেহে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। হামলার সময় স্থানীয় এক রাখাল তার ৯ বছরের মেয়েকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন। পরে তিনি গুলিবিদ্ধ অবস্থায় ১৭টি লাশ পড়ে থাকতে দেখেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আফ্রিকান ইউনিয়ন বা মালি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে হিউম্যান রাইটস ওয়াচ মালি কর্তৃপক্ষকে ঘটনাগুলো তদন্তের আহ্বান জানিয়েছে এবং আফ্রিকান ইউনিয়নকে সংঘাত থামাতে ও দায়ীদের বিচারের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে।

স্থলবেষ্টিত রাষ্ট্র মালি দীর্ঘদিন ধরেই জঙ্গিগোষ্ঠীগুলোর অব্যাহত হামলার চাপে রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গিদের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। পেট্রোলপাম্পে লম্বা লাইন পড়ছে এবং ডিজেলচালিত জেনারেটর ব্যবহারের খরচ আরও বেড়ে গেছে।

এ অবস্থায় মালির পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে বলেছেন, জঙ্গিগোষ্ঠী শিগগিরই রাজধানী বামাকো দখল করতে পারে— এমন ধারণা ‘বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’।

নিহত ৩১,সেনাবাহিনীর হামলা,মালির দুই গ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত