ব্রাজিলে কপ৩০ সম্মেলনে ভয়াবহ আগুন, হাসপাতালে ১৩
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১০:৩১ | অনলাইন সংস্করণ

ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০তম বৈশ্বিক পরিবেশ সম্মেলন (কপ৩০) ভেন্যুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে বেলেমের সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ব্লু জোন অংশে আগুনের সূত্রপাত ঘটে।
দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় সম্মেলনস্থলে থাকা বিভিন্ন দেশের প্রতিনিধি, সংস্থার কর্মকর্তা এবং জলবায়ু সংকট মোকাবিলায় চুক্তি প্রণয়ন নিয়ে আলোচনায় থাকা বিশেষজ্ঞদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত ১৭ নভেম্বর সোমবার থেকে শুরু হওয়া কপ৩০ সম্মেলনে অংশ নিতে বেলেমে জড়ো হয়েছেন ২০০টি দেশের কয়েক হাজার প্রতিনিধি। সেখানেই ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা।
এক বিবৃতিতে কপ৩০ সম্মেলনের আয়োজক কমিটি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। ব্রাজিলের দমকল বাহিনী এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং মাত্র ৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আয়োজক কমিটি জানিয়েছে, ধোঁয়ায় নিশ্বাস নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন লাগে। বেলেমের পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনো অজানা। তবে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার সময় সম্মেলন কেন্দ্রে ‘মুতিরাও’ নামে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে একটি নতুন চুক্তির খসড়া প্রণয়নের কাজ চলছিল। অগ্নিকাণ্ডের কারণে সংশ্লিষ্ট সব কার্যক্রম আপাতত বন্ধ হয়ে গেছে। সূত্র: রয়টার্স, এএফপি
