সেতু থেকে বাস উল্টে পড়ে নিহত ১৬, আহত ২৪

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৬:০০ | অনলাইন সংস্করণ

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেতু থেকে যাত্রীবাহী একটি বাস উল্টে নিচে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ যাত্রী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে কাম্পং থম প্রদেশে দুর্ঘটনাটি ঘটে।

উত্তরাঞ্চলের অডার মিনচে প্রদেশ থেকে রাজধানী নমপেনের উদ্দেশে রওনা হওয়া বাসটি সিয়েম রিপে যাত্রী তোলার পর আবার যাত্রা শুরু করেছিল। ঐ পথেই সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়। সিয়েম রিপ বিশ্বের বিখ্যাত আঙ্কোর ওয়াট মন্দিরের অবস্থান, যেখানে থেকে নমপেনে যেতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে। বাসটির সব যাত্রীই কম্বোডিয়ার নাগরিক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মোট ৪০ জন যাত্রী ছিলেন বাসটিতে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। নদীতে অনুসন্ধান শেষে মৃতের সংখ্যা প্রথমে ১৩ থেকে বেড়ে দাঁড়ায় ১৬ জনে। আহত ২৪ যাত্রীকে প্রাদেশিক কাম্পং থম হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।

পুলিশ জানিয়েছে, রাতের রুটে পালাক্রমে চালকরা গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে চালক নিহতদের মধ্যে রয়েছেন কিনা তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

কম্বোডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে দুর্ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, পানিতে অর্ধডুবন্ত বাসটি ক্রেনের সাহায্যে টেনে তোলা হচ্ছে এবং উদ্ধারকারীরা নিচে নামিয়ে আনা যাত্রীদের উদ্ধারকাজে ব্যস্ত।