ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্পের আলটিমেটামে কঠিন সিদ্ধান্তের মুখে ইউক্রেন

ট্রাম্পের আলটিমেটামে কঠিন সিদ্ধান্তের মুখে ইউক্রেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে কেন্দ্র করে এক সংকটজনক পরিস্থিতিতে পড়েছে কিয়েভ। ইউক্রেনকে হয় মর্যাদা-স্বাধীনতা হারানোর ঝুঁকি, নতুবা ওয়াশিংটনের সমর্থন হারানোর আশঙ্কা-এ দুটি কঠিন পথের একটিকে বেছে নিতে হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: আল জাজিরা।

শুক্রবার প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে টেলিভিশনে বার্তায় দেশর নাগরিকদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘এটা আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি…। এখন ইউক্রেন খুব কঠিন এক সিদ্ধান্তের মুখে। মর্যাদা হারানো বা গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি ২৪ ঘণ্টা লড়ে যাব, যাতে এই পরিকল্পনার অন্তত দুটি বিষয় বাদ না পড়ে। ইউক্রেনের মর্যাদা ও স্বাধীনতা।’

প্রায় চার বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে ২৮ দফার একটি প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রস্তাবে সম্মতির জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময়ই ‘উপযুক্ত’।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পরিকল্পনায় রাজি করাতে যুক্তরাষ্ট্র কিয়েভকে গোয়েন্দা তথ্য ও অস্ত্র সহায়তা বন্ধ করার হুমকি দিয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই প্রস্তাবে রাশিয়ার দীর্ঘদিনের দাবিই প্রতিফলিত হয়েছে-ইউক্রেনকে অতিরিক্ত এলাকা ছেড়ে দেওয়া, সেনাবাহিনী ছোট করা এবং ন্যাটোতে যোগদানে নিষেধাজ্ঞা। বদলে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং মস্কোকে আবার জি‘৮’এ ফেরানো হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শান্তি পরিকল্পনা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি জানিয়ে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার সামরিক চাপ ইউক্রেনকে আলোচনায় আনতেই প্রয়োগ করা হচ্ছে। তিনি কিয়েভকে এখনই আলোচনায় বসার আহ্বান জানান।

ট্রাম্প,আলটিমেটাম,ইউক্রেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত