
এবার ইন্দোনেশিয়ার সুমাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৪ কিলোমিটার, ফলে উৎপত্তিস্থলের আশপাশের বহু মানুষ কম্পনটি টের পান।
ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) উভয়ই ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ২ বলে উল্লেখ করেছে। যদিও প্রাথমিক তথ্য অনুযায়ী এটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার।
তবে এ ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা কম বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কিছু জায়গায় জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভেঙে যাওয়ার মতো সাধারণ ক্ষতি হতে পারে।
সূত্র: ভলকানো ডিসকভারি