ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ী অভিবাসন বন্ধ, ঘোষণা ট্রাম্পের

তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ী অভিবাসন বন্ধ, ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির ঘটনার পর তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী গ্রহণ বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

সিদ্ধান্তটি বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ প্রতিবছর তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ শিক্ষা, কর্মসংস্থান ও উন্নত জীবনের প্রত্যাশায় যুক্তরাষ্ট্রে গিয়ে বসবাস করেন।

ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির যে ঘটনা ঘটেছে, তা ঘটান এক আফগান নাগরিক। তিনি আফগানিস্তানে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও সিআইএর সঙ্গে কাজ করেছিলেন। ২০২১ সালে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিশেষ ব্যবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তার গুলিতে দুই সেনা আহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয় এবং এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর অবস্থান প্রকাশ করলেন।

ট্রাম্প তার পোস্টে বলেন, “প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক এগিয়েছি ঠিকই, কিন্তু ভুল অভিবাসন নীতির কারণে এসব অর্জন নষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গে অনেক মানুষের জীবনব্যবস্থা কঠিন হচ্ছে।”

তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকে আবার ঠিক করার সুযোগ দিতে তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে বন্ধ করবেন।

ট্রাম্প দাবি করেন, বাইডেন প্রশাসনের সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা লক্ষ লক্ষ মানুষের বসবাসের অনুমতি তিনি বাতিল করবেন। তার ভাষায়, “ঘুমন্ত বাইডেন এসব লোককে অবৈধভাবে এনেছেন।”

তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রের কাজে আসে না বা দেশকে মন থেকে ভালোবাসতে পারে না, তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে। বিদেশিদের জন্য সরকারি সুবিধা ও আর্থিক সহায়তাও বন্ধ করা হবে বলে সতর্ক করেন তিনি।

ট্রাম্প আরও লেখেন, যেসব বিদেশি যুক্তরাষ্ট্রের শান্তি নষ্ট করবে, তাদের নাগরিকত্ব বাতিল করা হবে। যে কোনো বিদেশি যদি দেশের বোঝা হয়ে ওঠে, নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হয়, কিংবা যুক্তরাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে মানিয়ে চলতে না পারে, তাকে তাড়িয়ে দেওয়া হবে।

তার দাবি, এসব সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো অবৈধভাবে আসা ও সমস্যা সৃষ্টিকারী মানুষের সংখ্যা কমানো। বিশেষ সুবিধায় যারা দেশে ঢুকেছে, তারাও এর আওতায় পড়বে।

দেশের উন্নতির স্বার্থে অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন ট্রাম্প।

তিনি বলেন, “এই অবস্থা পুরোপুরি ঠিক করার একমাত্র উপায় হলো অভিবাসীদের আবার নিজ দেশে ফিরে যাওয়া।”

ঘোষণা ট্রাম্পের,স্থায়ী অভিবাসন বন্ধ,তৃতীয় বিশ্ব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত