ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পেঁয়াজের বিকল্প উৎসের দিকে বাংলাদেশ ও সৌদি আরব, বিপাকে ভারত

পেঁয়াজের বিকল্প উৎসের দিকে বাংলাদেশ ও সৌদি আরব, বিপাকে ভারত

ভারতের পেঁয়াজের বাজার সাম্প্রতিক সময়ে মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশের বড় ক্রেতা বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজের বড় অঙ্কের আমদানি করছে না। সৌদি আরবও ভারতীয় পেঁয়াজের বিকল্প খুঁজছে। ফলে এই দুই দেশ পেঁয়াজের জন্য পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকেছে।

এই পরিস্থিতি নয়াদিল্লির পেঁয়াজ বাজারকে মন্দার দিকে ঠেলে দিয়েছে। ভারতের পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ, দাম অস্থিরতা এবং সরবরাহের পথে বাধা—এই সব মিলিয়ে বাজারে সংকট তৈরি হয়েছে। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বলেছে, এই পরিস্থিতির জন্য ভারতের নিজেই দায়ী।

বাংলাদেশে এই পরিস্থিতি ভোক্তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশীয় বাজারে পেঁয়াজের দাম সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে এবং সরবরাহও অস্থির। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ভারতের বিকল্প উৎস খুঁজে পেলে ক্রেতারা কম দামের পেঁয়াজ কিনতে উৎসাহী।

সরকার জানিয়েছে, পেঁয়াজ আমদানিতে ভারত ছাড়াও অন্য দেশগুলোকে উৎস হিসেবে বিবেচনা করা হবে, যাতে বাজারে সরবরাহ নিশ্চিত হয় এবং দাম নিয়ন্ত্রণে থাকে। এ ধরনের পদক্ষেপ ভোক্তা ও খুচরা বাজারকে স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পেঁয়াজ রপ্তানি নীতি, শুল্ক ও সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পেঁয়াজের প্রাধান্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। রপ্তানিকারকরা বিকল্প উৎসে নজর দিলে দীর্ঘমেয়াদে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।

বিপাকে ভারত,বাংলাদেশ ও সৌদি আরব,পেঁয়াজের বিকল্প উৎস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত