ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ২২:৫৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা এবং এর আশপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

শনিবার (২৯ নভেম্বর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘সমস্ত এয়ারলাইন, পাইলট, মাদক পাচারকারী এবং মানব পাচারকারীদের প্রতি—দয়া করে ভেনেজুয়েলার ওপরের এবং আশপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করুন।’

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলায় ‘প্রতিকূল নিরাপত্তা পরিস্থিতি এবং দেশটির ভেতরে বা আশেপাশে বেড়ে চলা সামরিক কর্মকাণ্ডের’ কারণে সেখানে উড়োজাহাজ পরিচালনার বিষয়ে এয়ারলাইনগুলোকে সতর্ক করে। ভেনেজুয়েলার আকাশসীমায় ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি’ এড়াতে এ নির্দেশনা দেয়া হয়।

সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনার জেরে ভেনেজুয়েলা ছয়টি প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনের পারমিট বাতিল করে দেয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সতর্কবার্তার পর ওই এয়ারলাইনগুলো দেশটিতে ফ্লাইট স্থগিত করেছিল।

সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের সঙ্গে মাদুরো সরকার যোগসাজশ রয়েছে অভিযোগ করে সুর চড়াচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্লেষকদের ধারণা, মাদক সংক্রান্ত অভিযোগের আড়ালে ওয়াশিংটন মূলত মাদুরোকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার প্রস্তুতি নিচ্ছে।