অনলাইন সংস্করণ
১২:১২, ০৫ ডিসেম্বর, ২০২৫
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আরও ৩০টির বেশি দেশের নাগরিকদের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি নিষেধাজ্ঞার তালিকা বাড়িয়ে ৩২টি দেশে নিয়ে যাচ্ছে কি না।
জবাবে নোয়েম বলেন, সংখ্যা নির্দিষ্ট করে বলা যাবে না, তবে এটি ৩০-এর বেশি হবে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প অতিরিক্ত কিছু দেশ নিয়েও মূল্যায়ন করছেন।
এ বছরের জুনে ট্রাম্প প্রশাসন ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে এবং আরও ৭টি দেশের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করে একটি ঘোষণা জারি করে। সুরক্ষা জোরদার, বিদেশি সন্ত্রাসী হুমকি প্রতিরোধ এবং পরিচয় যাচাই–সংক্রান্ত ঝুঁকি মোকাবিলার যুক্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়। নিষেধাজ্ঞাগুলো অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ সব ধরনের ভ্রমণকারীর ক্ষেত্রে প্রযোজ্য।
নোয়েম বলেন, যেসব দেশে স্থিতিশীল সরকার নেই বা যারা নিজেদের নাগরিকদের যথাযথভাবে শনাক্ত করতে পারে না, তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া যুক্তিযুক্ত নয়।
তার ভাষায়, “যদি তারা নিজেদের মানুষকে শনাক্ত করতে না পারে, তাহলে আমরা কেন তাদের যুক্তরাষ্ট্রে আসতে দেব?”
রয়টার্সের আগের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন আরও ৩৬টি দেশকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা বিবেচনা করছে। বিষয়টি একটি অভ্যন্তরীণ স্টেট ডিপার্টমেন্ট নথিতেও উল্লেখ ছিল। তালিকা সম্প্রসারণ হলে এটি হবে গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনার পর অভিবাসন নীতিতে নেওয়া বড় ধরনের আরেকটি পদক্ষেপ।
তদন্তকারীরা জানান, ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন একজন আফগান নাগরিক, যিনি ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ট্রাম্প প্রশাসনের দাবি— সে সময় পর্যাপ্ত যাচাই হয়নি।
ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যে তিনি সব থার্ড ওয়ার্ল্ড দেশের অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করতে চান, যদিও কোন কোন দেশকে তিনি এতে অন্তর্ভুক্ত করছেন তা স্পষ্ট করেননি।
এ ছাড়া তার নির্দেশে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাইডেন আমলে অনুমোদিত আশ্রয় প্রার্থীদের মামলা এবং ১৯টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ড পুনর্বিবেচনা শুরু করেছে।