সোনামসজিদ দিয়ে আরও ৮১০ টন পেঁয়াজ আমদানির অনুমতি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:১৭ | অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও ৮১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ।
সমীর চন্দ্র বলেন, ‘২৭টি অনুমোদন পত্রের বিপরীতে সোনামসজিদ বন্দরে দিয়ে ৮১০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আমদানি শুরু হয়েছে। আজকে সারাদিন স্থলবন্দরে ১৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।’
এর আগে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর গিয়ে ভারতের মোহদীপুর থেকে দুটি ট্রাকে ৬০ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করে। এতে স্থানীয় খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০-৩০ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, সবশেষ ৯ সেপ্টেম্বর ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ এসেছিল বলে জানান সমীর চন্দ্র ঘোষ।
