নতুন নির্বাচনের আয়োজন করতে চান জেলেনস্কি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

নিরাপত্তা নিশ্চিত হলে দেশে তিনি নতুন নির্বাচন আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের তৈরি করা একটি শান্তি-প্রস্তাব গ্রহণে কিয়েভকে চাপ দিচ্ছেন। প্রথম সংস্করণটি ইউক্রেনের মিত্ররা সমালোচনা করেছিলেন—তাদের মতে তা রাশিয়ার পক্ষে অতিমাত্রায় ঝুঁকে ছিল।

এ বিষয়ে জেলেনস্কি জানান, রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রকে সংশোধিত প্রস্তাব এক দিনের মধ্যেই পাঠানো হবে।

ইউরোপীয় দেশগুলো ঘুরে আলোচনায় ব্যস্ত জেলেনস্কি সাংবাদিকদের বলেন, আমরা আজ কাজ করেছি, আগামীকালও চালিয়ে যাব। আমার মনে হয় আগামীকালই প্রস্তাব পাঠাতে পারবো।

ট্রাম্প সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিযোগ করেন যে জেলেনস্কি নাকি যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব পড়েননি এবং দাবি করেন যে যুদ্ধে রাশিয়া এখন উচ্চ অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, কিয়েভ যুদ্ধকে অজুহাত করে নির্বাচন এড়িয়ে যাচ্ছে—যদিও ইউক্রেনের আইনে মার্শাল ল’ চলাকালে নির্বাচন আয়োজন নিষিদ্ধ। স্বাভাবিক সময়ে ২০২৪ সালের মার্চে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল।

ট্রাম্পের মন্তব্যের পর মঙ্গলবার জেলেনস্কি বলেন, তিনি নতুন নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। তিনি ইউক্রেনের আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন—মার্শাল ল’ চলাকালে নির্বাচন আয়োজনের আইনি ভিত্তি পরিবর্তনের সম্ভাবনা খতিয়ে দেখতে।

তবে তিনি স্পষ্ট করেন যে নির্বাচনের আগে দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, কারণ ইউক্রেনীয় শহরগুলো প্রায় প্রতিদিনই রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে।

 

 

আবা/এসআর/২৫