ইরানে সন্ত্রাসী হামলায় ৩ সেনা সদস্য নিহত
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২২:৩৫ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে ‘সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর’ হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সেনা সদস্য নিহত হয়েছেন। খবর: প্রেস টিভির।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, বুধবার (১০ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে।
আইআরজিসি’র কুদস আঞ্চলিক সদর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয়।
আইআরজিসি বাহিনী ওই অঞ্চলে এরইমধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে হামলাকারীদের খুঁজে বের করে মোকাবিলা করার অভিযান চলছে।’
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর ওপর হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ‘বিদেশি গোয়েন্দা সংস্থা’র সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়।
আবা/এসআর/২৫
