শীতকালীন ঝড়ে বিপর্যস্ত গাজা, ত্রাণ সংকট চরমে
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

শীতকালীন ঝড় ও টানা বৃষ্টিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকট আরও চরম আকার ধারণ করেছে। দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত কয়েক লাখ ফিলিস্তিনি।
জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সহায়তা সংস্থা বলছে, ইসরায়েলের আরোপিত বিধিনিষেধের কারণে জরুরি আশ্রয় ও ত্রাণসামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না।
জাতিসংঘ জানিয়েছে, তাবু, কম্বলসহ প্রয়োজনীয় সহায়তা সামগ্রী সীমান্তে প্রস্তুত থাকলেও ইসরায়েলি কর্তৃপক্ষ সেগুলোর প্রবেশে বাধা দিচ্ছে বা কড়াকড়ি আরোপ করছে।
ঝড়ের মধ্যে গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে যুদ্ধবিধ্বস্ত একটি বাড়ির ছাদ ধসে পড়ে। বুধবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে দুই শিশুসহ ছয়জনকে জীবিত উদ্ধার করেন।
এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মাত্র দুই সপ্তাহ বয়সী এক ফিলিস্তিনি শিশু তীব্র শীতে মারা গেছে। এতে অপর্যাপ্ত আশ্রয়ে থাকা শিশু ও বৃদ্ধদের ঝুঁকি আরো স্পষ্ট হয়েছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, ঝড়ের কারণে গাজাজুড়ে বহু আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এতে ব্যক্তিগত সম্পদও ব্যাপকভাবে নষ্ট হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানান, ঝড়ের কারণে গাজাজুড়ে বহু আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং মানুষের ব্যক্তিগত মালামাল নষ্ট হয়েছে।
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে গাজাজুড়ে প্রায় ৩০ হাজার শিশু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কারকাজ জরুরি, যাতে প্রয়োজনীয় কার্যক্রম আবার শুরু করা যায়’। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে গাজা উপত্যকায় যে পরিস্থিতি চলছে, তা এক কথায় ‘চরম মানবিক বিপর্যয়’।
আবা/এসআর/২৫
