সতর্কতা জারি করলো ঢাকার মার্কিন দূতাবাস
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কবার্তা জারি করা হয়।
এতে বল হয়, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকায় পৌঁছাছে। তাঁর জানাজা নামাজ শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকাজুড়ে অত্যন্ত ভারী যানজটের আশঙ্কা আছে।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে—শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।
