ভেনেজুয়েলার উপকূলে আরেক তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার উপকূলের কাছে দ্বিতীয়বারের মতো একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জারি করা তথাকথিত ‘সম্পূর্ণ অবরোধ’ কার্যকরের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আল জাজিরার। 

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জাহাজটি আটকানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পেন্টাগনের সহায়তায় মার্কিন কোস্ট গার্ড এই অভিযান চালায়।

নোয়েম বলেন, নিষেধাজ্ঞাভুক্ত তেলের অবৈধ পরিবহন বন্ধে যুক্তরাষ্ট্র তৎপর থাকবে। তার ভাষায়, এই তেল ‘এই অঞ্চলে মাদকসন্ত্রাসে অর্থ জোগাতে ব্যবহৃত হচ্ছে’।

ভোররাতে চালানো এই অভিযান সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার আশপাশে কোনো তেলবাহী জাহাজ জব্দের ঘটনা। এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ’ আরোপের নির্দেশ দেন।

ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে।

 

আবা/এসআর/২৫