দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুক হামলা, ৯ জনের প্রাণহানি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৫:২১ | অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের নিকটবর্তী বেকার্সদাল শহরের একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
রোববার এক বিবৃতিতে বেকার্সদাল শহরের পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে একটি সাদা মাইক্রোবাস ও একটি রুপালি রঙের মোটরগাড়িতে করে ১২ জন সশস্ত্র ব্যক্তি পানশালাটিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পানশালার মালিকসহ ৯ জন নিহত হন এবং ১০ জন আহত হন।
হামলাকারীরা খুব অল্প সময় সেখানে অবস্থান করে এবং ওই সময়জুড়েই গুলি চালায়। পুলিশ আরও জানায়, পানশালাটি বৈধ এবং সরকারিভাবে নিবন্ধিত ছিল।
তবে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এসএবিসি জানিয়েছে, বন্দুক হামলা ও হতাহতের ঘটনা পানশালার ভেতরে নয়, বরং পানশালার বাইরের সড়কে ঘটেছে।
জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের রাজধানী। গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ফ্রেড কেকানা বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহের কাজ এখনও চলমান রয়েছে। এ কাজে কেন্দ্রীয় পুলিশ সদরদপ্তরের অপরাধ ও ব্যবস্থাপনা টিম, কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ এবং প্রাদেশিক পুলিশের সদস্যরা একসঙ্গে কাজ করছেন।
তিনি আরও জানান, কী কারণে এই হামলা সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত— সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সূত্র: আলজাজিরা
