সিরিয়ায় একাধিক শহরে ব্যাপক সংঘর্ষ, বহু হতাহত
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ২২:৩৭ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ক্ষমতাচ্যুত একনায়ক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইস্যুতে সিরিয়ার একাধিক শহরে ফের তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। প্রাথমিক তথ্য মতে, এতে একজন নিরাপত্তা কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
প্রতিবেদন মতে, আজ রোববার (২৮ ডিসেম্বর) লাতাকিয়া, তারতুস ও জাবলেহ শহরে বিক্ষোভকালে সংঘাত ছড়িয়ে পড়ে। ক্ষমতাচ্যুত একনায়ক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সশস্ত্র বাহিনীর আটক সদস্যদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারতুস ও লাতাকিয়ায় শিয়া ধর্মাবলম্বী সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের শত শত মানুষ রাস্তায় নেমে আসে।
লাতাকিয়ায় আজহারি চত্ত্বরে বিক্ষোভের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর লক্ষ্য করে গুলি চালানো হয়। তারতুসে বানিয়াস পুলিশ স্টেশনে হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারে অজ্ঞাত হামলাকারীরা। এতে দুইজন সেনা সদস্য আহত হন। তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেনি সিরীয় কর্তৃপক্ষ। তারা বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সিরিয়ার হোমস শহরে ওয়াদি আল-দাহাব এলাকার ইমাম আলী বিন আবি তালিব মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আটজন নিহত হয়। ওই ঘটনার দু’দিন পর আজ রোববার দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলে বড় বিক্ষোভ শুরু হয়।
উল্লেখ্য, গত বছরের (২০২৪) ডিসেম্বরে বিদ্রোহীদের আক্রমণে বাশার আল-আসাদের পতন ঘটে। এরপর সাবেক আল কায়েদা নেতা আহমেদ আল শারার নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় এলেও শান্তি ফেরেনি। গত এক বছরে দেশটিতে বেশ কয়েকটি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আবা/এসআর/২৫
