ভেনেজুয়েলায় হয়ত আর হামলা হবে না

যুক্তরাষ্ট্রে যে আইনে মাদুরোর বিচার হবে

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২০:১৮ | অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে মার্কিন বাহিনী। দীর্ঘদিনের মাদক পাচার ও সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাঁর বিচার সম্পন্ন হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষ কর্মকর্তারা আজ শনিবার এই নাটকীয় অভিযানের খবর নিশ্চিত করেছেন।

মাদুরোর বিরুদ্ধে এই আইনি লড়াই দীর্ঘদিনের। ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদুরোর বিরুদ্ধে কোকেন আমদানির ষড়যন্ত্রের মামলা করা হয়। মাদুরোকে গ্রেপ্তারের জন্য দেড় কোটি ডলারের পুরস্কারও ঘোষণা করেছিল ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন। ২০২৫ সালের শুরুর দিকে বাইডেন প্রশাসনের শেষ দিনগুলোতে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই ২০২৫ সালের আগস্টে কার্টেল দে লস সোলেসকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরপর মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের পরিমাণ আরও বাড়িয়ে পাঁচ কোটি ডলার করা হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, মাদুরো ওই সন্ত্রাসী সংগঠনটির নেতা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এটি কোনো রাজনৈতিক অভিযোগ নয়; বরং গ্র্যান্ড জুরির কাছে উপস্থাপিত সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এই গ্রেপ্তার কার্যকর করা হয়েছে। ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে।

রিপাবলিকান সিনেটর মাইক লি এক এক্স (টুইটার) পোস্টে জানিয়েছেন, গত রাতে পরিচালিত সামরিক অভিযানটি ছিল মূলত মাদুরোর বিরুদ্ধে জারি করা ফৌজদারি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার একটি পদক্ষেপ।