মাদুরোকে মুক্তি দিতে ট্রাম্পকে আহ্বান জানালো চীন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২২:৩৫ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে প্রসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে চীন।
শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যান। চীন এই ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।
ভেনেজুয়েলায় সরকারের পতন ঘটানো বন্ধ করার আহ্বানও জানিয়েছে দেশটি। রোববার এক বিবৃতিতে চীন মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছে।
শনিবার ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর থেকে এটি চীনের দেওয়া দ্বিতীয় বিবৃতি। এর আগে শনিবারের বিবৃতিতে চীন ভেনেজুয়েলা ও মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘আধিপত্যবাদী কর্মকাণ্ড’ এবং ‘শক্তির নগ্ন ব্যবহার’ বলে সমালোচনা করেছিল।
পাশাপাশি ওয়াশিংটনকে জাতিসংঘের সনদ মেনে চলার আহ্বানও জানিয়েছিল চীন।
‘সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন’ এর জ্যেষ্ঠ গবেষণা ফেলো অ্যান্ডি মক বলেন, ভেনেজুয়েলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন।
আবা/এসআর/২৫
