‘বাংলাদেশের পরিস্থিতি ভারতীয় সেনাবাহিনী নিয়মিত পর্যবেক্ষণ করছে’
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২৩:৪৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের পরিস্থিতি ভারতীয় সেনাবাহিনী নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে নতুন ফ্রন্ট হিসেবে দেখছে না। ঢাকার শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগ রয়েছে ও আপাতত বাংলাদেশকে নতুন ফ্রন্ট হিসেবে বিবেচনা করার তেমন কোনো ইঙ্গিত নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের পরিস্থিতি ভারতীয় সেনাবাহিনী নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে। তিনি যোগ করেন, প্রথমত, বাংলাদেশে কী ধরনের সরকার রয়েছে, তা বোঝা জরুরি। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো চার-পাঁচ বছরের জন্য নাকি চার-পাঁচ মাসের জন্য। সে অনুযায়ী আমাদের ভাবতে হবে যে এখনই কোনো প্রতিক্রিয়া প্রয়োজন কি না।
তিনি আরও বলেন, দ্বিতীয়ত, তিন বাহিনীর যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রয়েছে। আমি বাংলাদেশি সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে অন্য মাধ্যমেও আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। আমরা একটি প্রতিনিধি দল সেখানে পাঠিয়েছিলাম, যারা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানও আলোচনা করেছেন।
জেনারেল দ্বিবেদী বলেন, এসব যোগাযোগের মূল লক্ষ্য হলো- কোনো ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি যেন না থাকে। তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের তিন বাহিনী যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলোর কোনোটিই ভারতের বিরুদ্ধে নয়।
বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান ও চীনা সেনাবাহিনীর ঘনিষ্ঠতা বাড়ছে- এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, সক্ষমতা বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া। ভারত যেমন এটি করছে, তেমনি অন্যান্য দেশও করছে।
তিনি জানান, বিষয়টি ভারতীয় সেনাবাহিনীও নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে।
আবা/এসআর/২৫
