ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩২ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা এবং গ্রেপ্তারদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বন্ধ করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন যে ইরানি প্রশাসন বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী ব্যবস্থা গ্রহণ আপাতত স্থগিত করেছে। তিনি বলেন, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের আন্দোলনকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ওই বার্তায় তিনি বলেন, “ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এসব নির্বোধ হত্যা যতদিন না বন্ধ হয়, ততদিন পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না। (ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন (মিগা-মেইক ইরান গ্রেট এগেইন)।”
পরে একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে আন্দোলন শুরুর পর থেকে কতজন নিহত হয়েছেন— সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে এখনো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। তবে নিহতের সংখ্যা যে উল্লেখযোগ্যভাবে বেশি, সে বিষয়ে তিনি এবং তার প্রশাসন অবগত বলে জানান। সূত্র : এএফপি
