নির্বাচনে জামায়াত আগের চেয়ে ভালো করবে: মার্কিন কূটনীতিক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২১:১৪ | অনলাইন সংস্করণ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পূর্বের যেকোনো নির্বাচনের তুলনায় সবচেয়ে ভালো ফলাফল করবে বলে মন্তব্য করেছেন এক মার্কিন কূটনীতিক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত ১ ডিসেম্বর নারী সাংবাদিকদের সঙ্গে এক রুটিন আনঅফিসিয়াল বৈঠকে ওই কূটনীতিক বলেন, “এবারের নির্বাচনে জামায়াত আগে যা করেছে তার চেয়ে ভালো করবে।”
ওই বৈঠকে তিনি আরও জানান, জামায়াত নির্বাচনে ভালো ফল করতে পারে— এমন সম্ভাবনার কারণে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তিনি বলেন, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।”
এদিকে, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বাংলাদেশে শরীয়াহ আইন কার্যকর করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওই কর্মকর্তা। নারী সাংবাদিকদের তিনি বলেন, জামায়াত যদি শরীয়াহ আইন কার্যকর করে, তাহলে তার পরদিনই বাংলাদেশের পোশাক শিল্পের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন পোস্ট আরও জানায়, বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আসন্ন নির্বাচনে জামায়াত ভালো ফল করবে— এমনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও বিশ্বাস করেন। তবে তারেক রহমানের ধারণা, জামায়াত এত বেশি আসন পাবে না যে তাদের সঙ্গে বিএনপিকে মিলিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। সূত্র: ওয়াশিংটন পোস্ট
