ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:২৮ | অনলাইন সংস্করণ

ইরানে দখলদার ইসরায়েল হামলার সুযোগ খুঁজছে বলে সতর্কতা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, এ ধরনের ইঙ্গিত তারা দেখতে পেয়েছেন এবং ইসরায়েল এমন কিছু করলে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়বে।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, তিনি আশা করেন ইসরায়েল ভিন্ন পথ বেছে নেবে। তবে বাস্তবতা হলো, বিশেষ করে ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে।

তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই কি এমন সুযোগ খুঁজছে। জবাবে তিনি বলেন, বিশেষ করে ইসরায়েলই এ ধরনের পদক্ষেপ নিতে আগ্রহী।

তিনি আরও বলেন, সম্প্রতি তেহরান সফরের সময় তিনি বন্ধু হিসেবে ইরানকে বিষয়টি জানিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, একজন বন্ধু তিক্ত সত্য বলে।

গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ওই সময় এরদোয়ান ইরানি প্রেসিডেন্টকে জানান, ইরানে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্ক অবস্থান নেবে এবং তারা ইরানে শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এই মন্তব্যের পর ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা আবারও বেড়ে যায়।

এ মন্তব্যের পর ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, তাদের ওপর ছোট বা বড় যে কোনো হামলাই সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং সে অনুযায়ী কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আলজাজিরা