মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রীসহ ৫ জন নিহত

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:২৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে একটি চার্টার্ড বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানটির পাইলট, অজিত পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে আজ সারা দিনে জেলার বিভিন্ন এলাকায় চারটি জনসভার আয়োজন করেছিল এনসিপির বারামতি জেলা শাখা। এসব জনসভায় অংশগ্রহণের উদ্দেশ্যে বুধবার সকালে অজিত পাওয়ার মুম্বাই থেকে বারামতির উদ্দেশে বিমানযোগে রওনা হন। 

উড্ডয়নের এক ঘন্টা পরে বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টার সময় বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে প্রাপ্ত বিভিন্ন ফুটেজে আগুন ও ধোঁয়া, বিমানের ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স দেখা গেছে।

বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচ যাত্রীর সবাই মারা গেছেন।