সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:০৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

আগাম আলোচনা হলেও শেষমেশ সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক।

সৌদির সেনাবাহিনীর একটি সূত্র শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

সূত্রটি বলছে, “পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক। পাকিস্তানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং দ্বিপক্ষীয় চুক্তিই থাকছে।

এরআগে চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা বলেছিলেন তারা সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিতে আলোচনা শুরু করেছেন।

ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি হওয়ায় এ তিন দেশ মিলে একটি শক্তিশালী সামরিক জোট গড়তে যাচ্ছে।

উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তাও এ তথ্য নিশ্চিত করে বলেছেন, “এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি। তুরস্কের সঙ্গে আমাদের সাধারণ চুক্তি রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটি রয়েছে সেটি দ্বিপক্ষীয়ই থাকবে।”

সূত্র: এএফপি