ঢাকা ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মৃতব্যক্তির নিকট সওয়াব পৌঁছানোর কিছু আমল

মৃতব্যক্তির নিকট সওয়াব পৌঁছানোর কিছু আমল

ইসলামে মৃত আপনজন ও ভাই-বন্ধুর নিকট ঈসালে সওয়াব পৌঁছানোর সুযোগ রয়েছে। তাই জীবিতদের উচিত সেই সুযোগ কাজে লাগানো। এতে করে মৃতদের আত্মিক প্রশান্তির পাশাপাশি নিজেরও অনেক উপকার হবে।

দ্রুত দাফন-কাফন সম্পন্ন করা:

রাসুলুল্লাহ (স.) আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। ১. নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। ২. মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে তখন কাফন-দাফন সম্পন্ন করতে দেরি করবে না। ৩. কোন অবিবাহিতা মেয়ের জন্য যখন কোনো উপযুক্ত পাত্র পাবে তখন তাকে পাত্রস্থ করা থেকে বিলম্ব করবে না।’ (তিরমিজি: ১/২০৬) হাদিসে আরও এসেছে, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন, কোনো মুমিন ব্যক্তিকে তার মৃত্যুর পর কষ্ট দেওয়া তেমনই যেমন জীবিত অবস্থায় তাকে কষ্ট দেওয়া। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১১৯৯০)

ঋণ পরিশোধ করা: জাবের (রা.) রাসুলুল্লাহ (স.)-এর নির্দেশে তাঁর পিতা আব্দুল্লাহ বিন হারাম এর ঋণ পরিশোধ করেছিলেন। (বুখারি: ২৭৮১) এতে মৃতব্যক্তির পক্ষ থেকে বান্দার হক আদায় হয়ে যায়। অন্যথায় বান্দার হকের কারণে পরকালে নিজের সওয়াব দিয়ে দিতে হবে অথবা পাওনাদারের গুনাহ বহন করতে হবে। (মুসতাদরাক হাকেম: ২২২২)

সদকা করা: ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল! আমার মা মৃত্যুবরণ করেছে। যদি আমি তার পক্ষে সদকা (দান) করি তাহলে এতে তার কোনো উপকার হবে? রাসুলুল্লাহ (স.) বললেন, হ্যাঁ। এরপর লোকটি বলল, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি আমার একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে সদকা করে দিলাম। (সুনানে নাসায়ি: ৩৫৯৫)

ফিদিয়া আদায় করা: মৃতব্যক্তির ছুটে যাওয়া নামাজ-রোজার জন্য প্রতি ওয়াক্ত নামাজের পরিবর্তে এবং প্রতি রোজার পরিবর্তে এক মুদ (বর্তমান হিসাবে পৌনে দুই কেজি) পরিমাণ গম সদকা করা। ইকরিমা (রহ) বলেন, আমার মা প্রচণ্ড তৃষ্ণা-রোগে আক্রান্ত ছিলেন এবং রোজা রাখতে সক্ষম ছিলেন না। তাঁর সম্পর্কে আমি তাউস (রহ)-কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, প্রতিদিনের পরিবর্তে মিসকিনকে এক মুদ (বর্তমান হিসাবে পৌনে দুই কেজি) পরিমাণ গম প্রদান করবে। (মুসান্নাফে আবদুর রাজজাক: ৭৫৮১)

নফল নামাজ-রোজা: সন্তান মৃত মা-বাবার জন্য নফল নামাজ আদায়ের মাধ্যমে সওয়াব পৌঁছাতে পারে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল! জীবদ্দশায় আমি আমার মা-বাবার আনুগত্য করি। তাঁদের মৃত্যুর পর আমি তাঁদের আনুগত্য কীভাবে করব? তিনি বলেন, মৃত্যুর পর তাদের আনুগত্য হলো, তুমি নামাজ পড়ার সময় তাদের জন্য নামাজ পড়বে এবং তুমি রোজা রাখার সময় তাদের জন্য রোজা রাখবে। ’ (আওজাজুল মাসালিক ইলা মুয়াত্তা মালিক: পৃষ্ঠা-২৬৭)

মৃতের ভালো কাজের আলোচনা: আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে হাদিসে রাসুল (স.) বলেন, ‘তোমরা তোমাদের মৃতদের ভালো কাজগুলোর আলোচনা করো এবং মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকো।’ (আবু দাউদ: ৪৯০০)

কবর জিয়ারত করা: রাসুলুল্লাহ (স.) নিয়মিত মদিনার ‘বাকি’ কবরস্থান জিয়ারত করতেন। মৃত আপনজন, আত্মীয়-স্বজন ও সাহাবিদের জন্য দোয়া করতেন। চলার পথে কোনো কবর বা কবরস্থান পড়লেও মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘নবী (স.) মদিনার একটি কবরস্থান অতিক্রম করার সময় তার দিকে ফিরে বলেন— ‘হে কবরবাসী! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের মাফ করে দিন। তোমরা আমাদের অগ্রগামী, আমরা তোমাদের পদাঙ্ক অনুসারী। ’ (সুনানে তিরমিজি: ১০৫৩)

এছাড়া কবরে মৃতব্যক্তির প্রশান্তির জন্য, মাগফিরাতের জন্য স্বয়ং আল্লাহ তাআলা বান্দাদের দোয়া শিখিয়ে দিয়েছেন। এজন্য মৃতব্যক্তিদের জন্য নিয়মিত দোয়া করতে হবে। তাদের করে যাওয়া ভালো কাজগুলো জারি রাখা, খারাপ কাজ বন্ধ করা। তারা যেসব ওয়াদা করে গেছেন সেগুলো পূরণ করাসহ আরও অনেক আমল রয়েছে।

মৃতব্যক্তি,সওয়াব,আমল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত