পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৯:২১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

হাজীদের মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে ‘তাবুর শহর’ হিসেবে পরিচিত মিনায় সমবেত হয়েছেন লাখো মুসল্লি। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, আজ মঙ্গলবার (৭ জিলহজ) সন্ধ্যার পর মক্কার মসজিদুল হারাম কিংবা নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে প্রায় ৯ কিলোমিটার দূরের মিনা অভিমুখে রওনা হয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে মিনায় অবস্থান করছেন ৪ লক্ষাধিক হজযাত্রী। ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত মিনা এখন পরিণত হয়েছে এক পবিত্র পরিবেশে।
মূলত আরাফাতে অবস্থান করাকেই হজের কেন্দ্রীয় অংশ হিসেবে বিবেচনা করা হয়। এবারে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ১৫ লাখ মুসল্লি হজ পালন করছেন। হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার নানা উদ্যোগ।
উল্লেখ্য, প্রতিবছর ৮ থেকে ১৩ জিলহজের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো পালিত হয়। এই সময় চার দিনের ধর্মীয় রীতিতে অংশ নেন হাজিরা। বিশ্ব মুসলিম উম্মাহর এই মহামিলন শুধু ইবাদতের ক্ষেত্রেই নয়, বরং ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং আত্মশুদ্ধির এক অনন্য নিদর্শন হিসেবেও বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে প্রতিবছর।
আবা/এসআর/২৫