আলো ছড়াচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ পূর্বপ্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং মুসান্নিফ গ্রুপের স্পন্সরে আয়োজিত এবারের মেলা দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পেয়েছে নতুন মাত্রা।

মেলা শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর (শনিবার) থেকে। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এ মেলার উদ্বোধন করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন।

আয়োজক সূত্র জানিয়েছে, এবার মেলায় ১৫০টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বইমেলা আরও সমৃদ্ধ হয়ে উঠেছে।

কোরআন-হাদিসের গ্রন্থ, ইসলামি গবেষণা, সমকালীন চিন্তাধারা, শিশুদের ইসলামি বই, সাহিত্য ও ইতিহাস- সব মিলিয়ে বৈচিত্র্যময় সংগ্রহের পসরা সেজেছে এ মেলায়। প্রতিদিনই নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, কিরাত ও হামদণ্ডনাত পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় অংশ নেওয়া পথিক প্রকাশনের সত্ত্বাধিকারী ইসমাঈল হোসেন বলেন, ‘মুসান্নিফ গ্রুপের সহযোগিতায় এবারের আয়োজন আরও বর্ণিল ও সুশৃঙ্খল হয়েছে। বিদেশি প্রকাশকরা আসায় পাঠকরা আন্তর্জাতিক মানের ইসলামি বই হাতে পাওয়ার সুযোগ পাচ্ছেন।’

মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মাহদিউল আলম বলেন, ‘ইসলামি সাহিত্যের গুরুত্ব অপরিসীম। কারণ, এটি ইসলামের আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের প্রচার করে, ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করে এবং মুসলিমদের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে। এর অন্যতম মাধ্যম হলো বই। বিভিন্ন প্রকাশনী এ মেলায় একত্র হয়েছে। ফলে পাঠকদের বই কিনতে সুবিধা হচ্ছে। এ বইমেলা ইসলামি সাহিত্যের নতুন দিগন্ত। মূলত দ্বীনের খেদমত, ইসলামি সাহিত্যের জাগরণে সহায়তার উদ্দেশ্যেই মুসান্নিফ গ্রুপ এবারের ইসলামি বইমেলায় স্পন্সর করেছে।’ তিনি আরও বলেন, ‘এ মেলা আমাদের, এ মেলা ইসলামি সাহিত্যের, এ মেলা সুস্থ্য মানসিকতা বিকাশের, তাই আপনিও শামিল হন। বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন।’