বাংলাদেশ তাবলীগ জামাতের নতুন আমির নির্বাচন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ২৩:২২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ তাবলীগ জামাতের নতুন আমির হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। রোববার (৩০ নভেম্বর) ইন্দোনেশিয়ার ইজতেমায় তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভী আলমি মাশওয়ারায় নতুন আমির নির্বাচন করেন।
তবে বাংলাদেশের শুরা হযরত প্রফেসর ইউনুস সিকদার আমিরের অধীনে শুরা হিসেবে থাকবেন এবং আমিরকে সহযোগিতার জন্য কাকরাইলের মাওলানা মনির বিন ইউসুফ সাহেব ও হাফেজ ওজিউল্লাহকে শুরা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই মাশওয়ারায়।
সৈয়দ ওয়াসিফুল ইসলামকে দীর্ঘদিন পর তাবলীগ জামাত বাংলাদেশের আমির মনোনীত করায় তাবলীগের সাথীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তিনি ১৯৯৯ সাল থেকে তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শূরা ও কাকরাইল মসজিদের শীর্ষ মুরুব্বি ছিলেন। সৈয়দ ওয়াসিফুল ইসলাম তাবলীগের কাজে বিশ্বের শতাধিক দেশ সফর করেছেন। তিনি দিঘর্দিন ধরে তাবলীগ জামাত বাংলাদেশের গুরুত্বপূর্ণ মুরুব্বি ও একজন বিশ্ব নন্দিত দাঈ হিসাবে সর্ব মহলে ব্যাপক পরিচিত।
আবা/এসআর/২৫
