ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এভিয়েশন ম্যানেজমেন্টে স্বপ্নীল ক্যারিয়ার 

এভিয়েশন ম্যানেজমেন্টে স্বপ্নীল ক্যারিয়ার 

ছেলেবেলায় সবাই যখন পুতুল খেলতে ব্যস্ত তখন নন্দিতা বানাতো উড়োজাহাজ। ঢাকার মেয়ে নন্দিতা মনে স্বপ্ন বুনেছিল একদিন এয়ারপোর্টে কাজ করবে। ভিকারুননিসা থেকে এইচএসসিতে বিসনেস স্টাডিস বিভাগে জিপিএ পাঁচ পেয়ে পাস করার পর তিনি কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে এভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হন। প্রশিক্ষণ শেষে বর্তমানে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্যাসেঞ্জার সার্ভিস অফিসার হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এভিয়েশন সেক্টরে দিন দিন ক্যারিয়ার প্রসারিত হচ্ছে। যুগের সঙ্গে তাল মেলাতে নিত্যনতুন বিষয়ও যোগ হচ্ছে শিক্ষাব্যবস্থায়। শিক্ষার্থীদের সামনে পেশাজীবনে যোগ হচ্ছে নতুন সব সম্ভাবনা। এর মধ্যে অন্যতম হলো বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট।’

বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট হলো বিমানবন্দর, এয়ারলাইন্স, এভিয়েশন হসপিটালিটি, বিমান ব্যবস্থাপনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স। এখানে আট সেমিস্টার পড়াশোনা সম্পন্ন করে আপনি বিমানবন্দর অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এয়ার হোস্টেস, বিমানবন্দরে যাত্রী সেবা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিমানবন্দরে কাস্টমস, ই-টিকিটিংসহ, জিডিএস প্রোগ্রামে বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন।

এখানে বিবিএর ৬০ ক্রেডিট পড়ানো হয় যা আপনাকে ব্যাংক, মোবাইল অপারেটর কোম্পানি, বীমা, বিক্রয় ও বিপণন, বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে সব ধরনের চাকরি পেতে সুযোগ দেবে। তাছাড়া মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স এমিরেটস, কাতার, গালফ, কুয়েত, ওমান, সাউদিয়াসহ অন্য যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে, সেগুলোতে কাজ করার সুযোগ রয়েছে।

যোগ্যতা : ব্যবসায় শিক্ষা, মানবিক অথবা বিজ্ঞান বিভাগ থেকে এ বছর বা পূর্ববর্তী বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীর বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে পারবেন। এইচএসসিতে ন্যূনতম ৩.৫০ জিপিএ থাকতে হবে। আগ্রহী প্রার্থীর এইচএসসিতে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স, মার্কেটিং, পরিসংখ্যান অথবা উচ্চতর গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

এই কলেজে চট্টগ্রাম থেকে পড়তে আসা আরিফা আক্তার বলেন, ‘ছোটবেলা থেকেই মনে স্বপ্ন ছিল এয়ারলাইন্সে কাজ করার। তাই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করেছি এবং বর্তমানে সিঙ্গাপুর এয়ারলাইন্স এ কাজ করছি।’

অস্ট্রেলিয়ার ক্যানটাস এয়ারে কর্মরত মনসুর আহমেদ মনে করেন তিনি এখানে ভর্তি হওয়ার পর নিজেকে নতুন করে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। তিনি এখন বিশ্বের অন্যতম একটি প্রথম সারির এয়ারলাইন্সে কাজ করছেন।

দেশে বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট সম্পন্ন করার সুযোগ রয়েছে, উত্তরার ১১ নং সেক্টর, রোড নং ২, বাড়ি নং ১৪-তে অবস্থিত কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে। বিস্তারিত জানতে ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে যোগাযোগ করতে পারেন। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটিতে গিয়ে আবেদন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই মুহূর্তে এভিয়েশন সেক্টরে বিপুল দক্ষ লোকের অভাব পরিলক্ষিত হচ্ছে। তাই এখানে ক্যারিয়ার গড়ে তোলার এটাই আদর্শ সময়।

ক্যারিয়ার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত