অনলাইন সংস্করণ
১৫:০০, ২৭ নভেম্বর, ২০২২
যায়ান অ্যান্ড মাইজা ভিটামিন-সি ফেসওয়াশের বিশেষত্ব:
১) ১০০% ভেজিটেরিয়ান এবং ক্ষতিকারক কেমিক্যাল থেকে সম্পূর্ণ মুক্ত একটি ফেসওয়াশ। তাই ত্বকে ব্যবহারের জন্য পারফেক্ট।
২) ফেসওয়াশটি আপনার ত্বকের পিএইচ এবং ন্যাচারাল সিবাম প্রোডাকশন বজায় রেখে সহজেই ক্লিন করতে পারে।
৩) খুব ছোট মলিকিউলের গঠন এবং ইথাইল অ্যাসকরবিক অ্যাসিড যুক্ত হওয়ায় ত্বকে সহজে প্রবেশ করে এবং গভীর থেকে পরিষ্কার করে।
৪) এতে ভিটামিন- সি এর পাশাপাশি আছে এলো ভেরা ও হোলি বেসিল, যা আপনার স্কিনের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
৫) ফেসওয়াশটি এপ্লিকেটরের সাহায্যে দিনে দুইবার ফেসে ব্যাবহারে, ব্রণের দাগ এবং হাইপার পিগমেন্টেশন দূর হবে। ফলে ত্বককে উজ্জ্বল ও স্মুথ করে তুলবে।
৬) ত্বককে ফোটো আর অ্যাকনে ড্যামেজ থেকে মুক্ত রাখবে। পাশাপাশি স্কিনের ওপেন পোরস মিনিমাইজ করবে। তাই, আপনার ত্বককে প্লাম্পি, উজ্জ্বল, গ্লোয়িং ও ইভেন টোনড করে তুলতে নিয়মিত যায়ান অ্যান্ড মাইজা ভিটামিন-সি ফেসওয়াশ ব্যবহার করুন।