চুল ঝলমলে করতে শ্যাম্পুর সঙ্গে মেশাবেন যে উপাদান
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ১৬:২৪ | অনলাইন সংস্করণ
অনলাইন সংস্করণ

চুলে ঝলমলে ভাব নিয়ে আসার জন্য হাতের কাছে থাকা একটি উপাদানই যথেষ্ট। সেটা হচ্ছে কফি। খুব সহজে কফির সাহায্যে চুলে নিয়ে আসতে পারেন চকচকে ভাব। জেনে নিন কীভাবে।
একটি ডিম ফেটিয়ে নিন। খানিকটা টক দই ও লেবুর রস মেশান। অল্প কফির গুঁড়া ছিটিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিন। ব্রাশের সাহায্যে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। অপেক্ষা করুন ৩০ মিনিট। এরপর রেগুলার শ্যাম্পুর সঙ্গে কফির গুঁড়া মিশিয়ে চুলে ব্যবহার করুন। পানি দিয়ে ধুয়ে নিন ভালো করে। শেষে ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ধুয়ে নেবেন। এক মগ পানিতে ২ চা চামচ ভিনেগার মেশাবেন। চুল প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন আর দেখুন কেমন চকচক করছে!
