প্লেট ধোয়ার অভ্যাসে ফুটে ওঠে ব্যক্তিত্ব
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ | অনলাইন সংস্করণ

খাবার খাওয়ার পর প্লেট অনেকেই টেবিলে রেখে দেন। গৃহ পরিচিকা কিংবা ঘরের নারী সদস্যরা সাধারণত সবার প্লেট ধুয়ে পরিষ্কার করেন। তবে কিছু কিছু মানুষ ভিন্ন স্বভাবের হয়ে থাকেন। তারা ঘরে হোক কিংবা দাওয়াতে—খাওয়ার পর সবসময় নিজের প্লেট নিজে ধুতে পছন্দ করেন। আপাতদৃষ্টিতে বিষয়টিকে শুধু একটি অভ্যাস মনে হলেও মনোবিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, এই অভ্যাসের সঙ্গে জড়িয়ে আছে ব্যক্তিত্বের একাধিক দিক।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যেসব ব্যক্তি খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের থালা-বাসন ধুয়ে ফেলেন, তাদের মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। মনোবিজ্ঞানীদের মতে, প্লেট ধোয়া শুধু পরিচ্ছন্নতার কাজ নয়, বরং এটি একজন মানুষের চিন্তাভাবনা, অভ্যাস, মানসিক গঠন সম্পর্কে অনেক কিছুই প্রকাশ করে। আপনি কি খাওয়া শেষে নিজের প্লেট নিজে ধুয়ে ফেলাদের দলে। তবে জেনে নিন কোন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে আপনার মধ্যে-
কাজ শেষ করার প্রবণতা : এই ধরনের ব্যক্তিরা অসমাপ্ত কাজ সহ্য করতে পারেন না। যেকোনো কাজ শুরু হলে তা যেন দ্রুত শেষ হয়ে যায়— এমনটাই চান তারা। তাই খাবার খাওয়া শেষে প্লেট ধোয়ার মাধ্যমে তারা মানসিক স্বস্তি পান।
পরিচ্ছন্নতা ও অন্যদের প্রতি দায়বদ্ধতা : যারা সবসময় বাসন ধুয়ে রাখেন, তারা সাধারণত সেই নির্দিষ্ট স্থান কিংবা আশেপাশের মানুষজনের প্রতি যত্নশীল হন। সচেতনভাবেই তারা এই কাজ করেন। পরিবারের অন্য সদস্য বা একই ঘরের বাস করা অন্যান্যদের জন্য রান্নাঘর পরিষ্কার রাখা তাদের কাছে দায়িত্বের মতো।
রুটিন মেনে চলার অভ্যাস : খাওয়ার পর প্লেট ধোয়া এমন মানুষের কাছে একটি নিয়মিত রুটিন। এতে সিদ্ধান্ত নেওয়ার চাপ কমে যায় এবং জীবনযাত্রায় শৃঙ্খলা আসে।
আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বেশি : বিশ্রাম নেওয়ার ইচ্ছে জাগলেও এই মানুষরা আগে হাতের কাজ সেরে ফেলেন। এটি তাদের আত্মনিয়ন্ত্রণ বাড়ায়, দায়িত্ববোধের পরিচয় দেয়।
মাইন্ডফুলনেস বা সচেতনতা : প্লেট ধোয়ার সময় পানি, সাবানের ফেনা, হাতের নাড়াচাড়া ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করা অনেকসময় মাইন্ডফুলনেস বা মানসিক একাগ্রতার অনুশীলনে সাহায্য করে। তাই এই ধরনের মানুষরা চাপমুক্ত থাকতে পারেন।
বিনয়ী স্বভাব : বাসন ধোয়া অতি সাধারণ কাজ। সাধারণত এই কাজের জন্য কেউ প্রশংসা পান না। তবুও যারা স্বেচ্ছায় এই কাজ করেন, তারা প্রকৃতপক্ষে বিনয়ী ও অহংবর্জিত মানুষ।
