ব্রণের দাগ থেকে মুক্তির ঘরোয়া উপায়

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ | অনলাইন সংস্করণ

  লাইফস্টাইল ডেস্ক

মুখে ব্রণ হওয়া ত্বকের অন্যতম একটি বড় সমস্যা। চিকিৎসার পরেও সমস্যার সমাধান হয় না। কখনো কখনো ব্রণ সেরে যায় কিন্তু থেকে যায় দাগ। এতে মুখের সৌন্দর্য নষ্ট হয়, ত্বক হয়ে পড়ে নিস্তেজ। 

চলুন জেনে নেওয়া যাক ব্রণের দাগ থেকে মুক্তির কিছু ঘরোয়া উপায়- 

অ্যালোভেরা জেল

ব্রণের দাগ চিরতরে দূর করতে চাইলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। এটি ত্বকের উন্নতি করে খুব দ্রুত। অ্যালোভেরার শাঁস বের করে ব্যবহার করতে পারেন। চাইলে বাজরচলতি অ্যালোভেরা জেলও কাজে লাগানো যায়। 

ক্লে মাস্ক

ব্রণর দাগ থেকে মুক্তি পেতে মুখে ক্লে মাস্ক লাগাতে পারেন। প্রতিদিন এই মাস্ক ব্যবহারে ময়লা পরিষ্কার হয়। ক্লে মাস্ক শুষ্কতা দূর করে ত্বককে মসৃণ ও নরম করতে সাহায্য করে। 

নিয়মিত ত্বকের যত্ন

ত্বকের মৃদু পরিষ্কারের মাধ্যমে ব্রণের দাগ এবং গর্ত স্থায়ীভাবে দূর করা সম্ভব। তাই প্রতিদিন নিয়ম করে ত্বক পরিষ্কার করা উচিত। 

ময়েশ্চারাইজার ব্যবহার

ব্রণের গর্ত ও দাগ থেকে মুক্তি পেতে চাইলে এবং আপনার ত্বক পরিষ্কার ও নরম রাখতে চাইলে, প্রতিদিন ময়েশ্চারাইজার লাগাতে হবে। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। 

 

 

আবা/এসআর/২৫