ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ওয়াটার ফিল্টারের সঠিক ব্যবহার

ওয়াটার ফিল্টারের সঠিক ব্যবহার

পানি ছাড়া কোন জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। আমাদের দৈনন্দিন জিবনে বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। পানিতে বিভিন্ন ধরনের জীবাণু বসবাস করে এর ফলে সৃষ্টি হয় যা পানিকে দূষিত করে তুলে। আর এই দূষিত পানি পান করলে হতে পারে নানান ধরণের পানি বাহিত রোগ।

এই পানি বাহিত রোগের হাত থেকে রক্ষা করার জন্য বিশুদ্ধ পানি পান করার বিকল্প নেই। পানিকে বিশুদ্ধ করতে প্রয়োজন পানি ফিল্টারিং মেশিন। আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিন পানির ফিল্টার।

১। রিভার্স অসমোসিস সিস্টেম: রিভার্স অসমোসিস সিস্টেম একটি প্রিফিল্টারের সাথে যুক্ত থাকে যা পানি থেকে অপদ্রব্য বা ক্লোরিনকে সরিয়ে দেয়। বিপরীত অসমোসিস সিস্টেমে তাদের প্রি-ফিল্টার এবং পোস্ট ফিল্টারের সংখ্যার উপর নির্ভর করে বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে। রিভার্স অসমোসিস সিস্টেমে ৩ থেকে ৫ টি ফিল্টার যুক্ত করা যায়।

২। আল্ট্রাভায়োলেট (ইউভি): আল্ট্রাভায়োলেট (ইউভি) হচ্ছে অতি বেগুনী রশ্মি যা দিয়ে পানিতে থাকা ক্ষতিকারক রোগজীবাণু, জিনগত কোর এবং অসুস্থতাজনিত অণুজীবকে ধ্বংস করে। আল্ট্রাভায়োলেট প্রযুক্তিটি রিভার্স অসমোসিস ফিল্টারিং সিটেমের সাথে যুক্ত করে ব্যবহার করতে হয়। ইউভি আলো সাধারণত সমস্ত ভাইরাস, ব্যাকটিরিয়া এবং প্রোটোজোয়ারমত জিবাণুকে ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়।

৩। আল্ট্রাফিল্টারেশন: পানিতে জিবাণুর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাকৃতিক খনিজ উপাদান (যেমনঃ-লেড, আয়রণ, পটাশিয়াম, ইত্যাদি) থাকে যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে। পানিকে আল্ট্রাফিল্ট্রেশনের মাধ্যমে বিশুদ্ধ করা হলে পানির মধ্যে থাকা পলি বা খনিজ পদার্থের ঘনত্বকে হ্রাস করে এবং কণাগুলি রিভার্স অসমোসিস সিটেমে অপসারণ করা হয়।

৪। ওয়াটার ট্রিটমেন্ট: পানির গুণগত মান উন্নত করার জন্য এই সিস্টেম ব্যবহার করা হয়। শিল্প-কারখানায় ব্যবহৃত পানি, সেচের পানি, নদীর পানি ব্যবহারের শেষে এর অভ্যন্তরীণ বিষাক্ত পদার্থ অপসারণ করে পরিবেশ উপযোগী করে তোলে। পানির এই ধরণের বিশুদ্ধ করণ প্রক্রিয়েকে ওয়াটার ট্রিট্মেন্ট সিস্টেম বলে। ফলে পানি থেকে যে সকল পানি বাহিত রোগ সৃষ্টি হয় তা হওয়ার আর সম্ভাবনা থাকে না।

ওয়াটার ফিল্টারের বর্তমান দাম জেনে নিতে পারবেন অনলাইন ওয়েবসাইট বিডিস্টল.কম থেকে

পানির ফিল্টার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত