ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুমিনের সন্ধা 

মুমিনের সন্ধা 

ঐ দেখা যায় পূর্বাকাশে

সোনালী সূর্য হাসে,

নামবে যবে সন্ধা তিমির

চন্দ্র তখন ভাসে।

মিটি মিটি শুভ্র তারায়

আকাশ যখন ভরে,

সন্ধা হলে পাখিরা তখন

আপন নীড়ে ফিরে।

মাগরিবেতে মুয়াজ্জিনের ঐ

মধুর কন্ঠ শুনে,

আল্লাহর ভয় মুসলমানগন

ছুটে মসজিদ পানে।

সালাত শেষে মুমিন যবে

ফিরে আপন ঘরে,

দেখা যায় কেউবা আবার

নফল নামাজ পড়ে।

মুমিনের সন্ধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত