সাংবাদিক শওকত মাহমুদ আটক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগের বাসার সামনে থেকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এনায়েত করিমের মামলায় শওকত মাহমুদকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদ নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ গঠন করেন। দলটিতে ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান ও শওকত মাহমুদ মহাসচিব হিসেবে দায়িত্ব পান। এর আগে ২০২৩ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়েছিল।
